আমার স্বামী প্রায়ই অফিস থেকে এসে ক্লান্ত হয়ে যায়। সে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ে। আমার খুব ইচ্ছা করে তার সাথে ভাল কিছু সময় কাটাতে, শারীরিক সম্পর্ক করতে। কিন্তু তার ঘুম আমাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় আমি কী করতে পারি?
আপনি ও ঘুমিয়ে পড়ুন। সারাদিন বেচারা কত্ত কাজ করে ঘরে ফিরে তার একটু বিশ্রাম নিতে চায় , তো দিননা ঘুমোতে , আপনি তাকে সকাল বেলা একটা চমত্কার এনভায়রনমেন্ট তৈরী করুন যাতে আপনি না, সে ই আপনাকে কাছে পেতে ব্যস্ত হয়ে যায়। ফ্রেশ একটা শাওয়ার নিন ভালো স্মেল এর পারফিউম
ইয়াবা না খাইতে বলে গাজা খেতে বললে মন্দ হয় না তবে অবশ্যই নিয়ম কানুন মেনে খেতে হবে তাহলে বৌ আর এক মাসে যৌন উত্তেজিত হবে না কারন গাজা যদি রুবেলের মত খায় তাহলে সেম হ্যাপির মত গেনাই ফেনাই
গাজা খেলে স্বাভাবিক সবার একটু তৃষ্ণা থাকে হউক পানি কিংবা অন্য কিছুর
ঠিক তখন এক গ্লাস গরম দুধ ও এক চামচ মধু খান,তার ১০ থেকে ১৫ মিনিট আপনার মাথা থেকে পায়ের তালু গরম হয়ে আগুন জল্বে আর যদি বৌ পাশে থাকে তাহলে ওইদিন যে যৌন সুখ পাবে তার পর থেকে সে আপনার কবুতরের বাচ্চার মত হয়ে থাকবে ।
ব্রিঃদ্রঃআবার কেউ মাইন্ড খাইয়েন না যে আমি গাজা খাই ওকে বন্ধুরা
কেউ দুধ বেঁচে মদ খায় আর কেউ মদ বেঁচে দুধ খায় ।