দশ কিংবা বিশ মিনিট নয়। এক ঘন্টাও নয়। টানা তিন ঘণ্টা ধরে তরুণ তরুণী উপভোগ করলেন চরম যৌনসুখ। আর তারপরই হাসপাতালে ভর্তি হতে হল তরুণীকে। সিয়াটেলের দম্পতি এরিক ও লিজা যৌনমিলনে লিপ্ত হন। এক ঘণ্টা পর এরিক বিছানা থেকে নেমে কাজে যেতে চাইলেও নিজেকে তখনও সামলাতে পারেননি লিজা। সহজ কথায় বললে লিজা জোর করে আরও গোপন কাজে বাধ্য করেন।
লিজা বলেন, এক ঘণ্টা অর্গাজম অনুভব করার পর আমি ওয়াইন খেয়ে চেষ্টা করছিলাম নিজেকে শান্ত করার। সেক্স সেন্ট মি টু নামক একটি টেলিভিশন শো-য়ে এভাবেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান এরিক ও লিজা। লিজা আরো জানান, সবরকম চেষ্টা করেও ৩ ঘণ্টার আগে শান্ত হতে পারিনি। দু ঘণ্টা পরই তাঁকে হাসপাতালে নিয়ে যান এরিক। কিন্তু সেখানেও অন্তত এক ঘণ্টা লেগেছে তাঁর স্বাভাবিক অবস্থায় আসতে।