চলতি বছরের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ কে জানেন? দীপিকা, ক্যাটরিনা, করিনাকে হারিয়ে এই প্রতিযোগিতা জিতে গেলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই নিয়ে পর পর পাঁচবার তিনি ‘সেক্সিয়েস্ট’ নারী নির্বাচিত হলেন।
ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, ব্রিটেনের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বার্ষিক জনমত সমীক্ষায় ৩৫ বছরের কোয়ান্টিকো তারকা রয়েছেন তালিকার শীর্ষে।
‘এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট নারী’ বেছে নিতে এই সমীক্ষা চালায় ‘ইস্টার্ন আই’ নামে সংবাদপত্রটি। পত্রিকার সমীক্ষায় এই নিয়ে রেকর্ড পঞ্চমবার তালিকার শীর্ষে থাকলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
এর আগে ২০১৬-তে দীপিকা পাডুকোন এশিয়ার সেক্সিয়েস্ট নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অনলাইন এই সমীক্ষায় যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।
এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট ১০ নারীর তালিকা নিন্মে দেওয়া হলো-
প্রিয়াকা চোপড়া
নিয়া শর্মা
দিপীকা পাডুকোন
আলিয়া ভাট
মাহিরা খান
দ্রাষ্টি ধামি
ক্যাটরিনা কাইফ
শ্রদ্ধা কাপুর
গওহর খান
রুবিনা দিলায়েক