সেলেব মানেই সারাক্ষণ ক্যামেরার ফ্লাশের তাড়া। ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়ে পাপারাৎজিরা। স্বাভাবিক ভাবেই মেজাজ হারান তারকারাও। অভিনেতা সেফ আলির কন্যা সারা অবশ্য এখনও তারকা নন। তাঁর প্রথম ছবি মুক্তির অপেক্ষায়। তবে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন সেফ-তনয়া। তারই খেসারত দিতে হল।
মা ও ভাইয়ের সঙ্গে শনি মন্দিরে পুজো দিতে গিয়েও রেহাই নেই। তাড়া করল ক্যামেরা। মেজাজ হারালেন সারা।
এক সর্বভারতীয় সংবামাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বইয়ের জনপ্রিয় শনি মন্দিরে মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিম পতৌদির সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন সারা। পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের বাইরে বসে থাকা দরিদ্র মানুষদের টাকা, জামাকাপড় ও খাবার দান করছিলেন তিনি। তখনই ফোটোগ্রাফাররা তাঁর ছবি তুলতে শুরু করে দেন।
সারা এমনিতে মিডিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে থাকেন। এদিন তিনি ফোটোগ্রাফারদের অনুরোধ করতে থাকেন, ছবি না তুলতে। ধর্মীয় স্থানে তাঁর ছবি তুলতে বারণ করেন তিনি। আসলে তিনি দান করছেন, সেই ভিডিও তোলা হোক, এটা ছিল তাঁর না-পসন্দ।
কিন্তু ফোটোগ্রাফাররা সেই অনুরোধ না শোনায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন সারা।