বাগদান পর্ব সেরে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। আর কয়েক দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন ‘দেশি গার্ল’। কিন্তু আজ থেকে ১৩ বছর আগেই স্থির হয়ে ছিল প্রিয়ঙ্কা ও নিকের বিয়ে। তখন নিকের বয়স মাত্র ১২। আর প্রিয়ঙ্কার বয়স ২৩। তবে তাঁরা বা তাঁদের পরিবার-পরিজন নন, সেই সময়েই তাঁদের বিয়ে স্থির করেছিল তাঁদের ভাগ্যরেখা। তেমনই দাবি বিখ্যাত জ্যোতিষীর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০০৫ সালে এক বিনোদনের ম্যাগাজিনে জ্যোতিষী সঞ্জয় বি জুমানি জানান, ৩৬ বছর বয়সেই বিয়ে হবে প্রিয়ঙ্কা চোপড়ার। জুমানির ভবিষ্যদ্বাণী মিলিয়ে এই বছরই বিয়ে করছেন প্রিয়ঙ্কা।
তবে শুধু বিয়েই নয়। প্রিয়ঙ্কার নাকি রাজনৈতিক যোগও রয়েছে। তাই জল্পনা শুরু হয়ে গিয়েছে, কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়ঙ্কা?
সঞ্জয় জুমানি জানিয়েছেন, প্রিয়ঙ্কার নিউমেরলজি সংখ্যা ৯। যাঁদের নিউমেরলজি সংখ্যা ৯, তাঁদের সহায় থাকে মঙ্গল। যে কোনও জায়গায় নেতৃত্ব দিতে এঁরা দক্ষ। আর তাই প্রিয়ঙ্কা চোপড়া এখন বলিউড পেরিয়ে হলিউডেও প্রবেশ করে সেখানেও গড়ে তুলছেন রাজপাট।