সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে রুবেল মির্জা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে পৌর এলাকার চন্দনগাঁতী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল ওই এলাকার মৃত রমজান মির্জার ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে দুপুরের দিকে সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রমজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (২৪ আগস্ট) ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় বেলকুচি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান তিনি।