কেদারনাথ’ ছবির হাত ধরে বলিউডে পা রাখার কথা রয়েছে সাইফকন্যা সারা আলি খানের। সদ্য ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর ছবি মুগ্ধ করেছে সকলকে।
একটা সানকিসড ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান, বার্ন লাইক আ সান।
ডেনিম আর স্ট্রাইপড সোয়েটশার্ট পরে অনবদ্য দেখাচ্ছে তাঁকে। তাঁর ছবিতে মানুষ অসংখ্য লাইক এবং কমেন্ট করেছেন। স্বাধীনতা দিবসে প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন সারা এবং এরই মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ তাঁকে ফলো করা শুরু করেছেন।
কয়েক ঘণ্টার মধ্যেই সারা আলি খানের অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়ে গেছে এবং আলিয়া ভাট, অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, ইশান খাত্তার, মনীশ মালহোত্রা প্রমুখ তাঁকে ফলো করা শুরু করেছেন।
এ ছাড়াও মনীশ মালহোত্রা এবং করণ জোহার তাঁকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন।
গত সপ্তাহে মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিমের সঙ্গে জন্মদিন পালন করেছেন সারা আলি খান। ভূমি পেদনকর, রিয়া চক্রবর্তী প্রমুখ জন্মদিনে উপস্থিত ছিলেন।
২৪ বছরের এই অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করে বলিউড অভিষেক ঘটাবেন বলে জানা গেছে। এ ছাড়াও রোহিত শেঠির ‘সিমবা’ ছবিতে রণবীর সিং-এর সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। সম্ভবত এই বছরের শেষে ‘সিমবা’ মুক্তি পাবে।