আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগান ওপেনার হযরুতুল্লাহ জাজাই। মাত্র ২২ বলে নিজের ফিফটি হাঁকান তিনি।
ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের ঝড়ে দুর্দান্ত শুরু পায় আফগানরা। করে নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের দ্রুততম ফিফটি। আর এই দ্রুততম ফিফটি আসে হযরতুল্লাহ জাজাইয়ের কল্যাণে। মাত্র ২২ বলে নিজের অর্ধশতক তুলে নেয়া জাজাই মাত্র ৩৩ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৭৪ রান করে ফিরে যান৷ তার এনে দেয়া ঝড়ো সংগ্রহতেই বড় সংগ্রহের দিকে আগাচ্ছে আফগানিস্তান।
রিপোর্টটি লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১২.৪ ওভারে ২ উইকেটে ১২৯ রান।