বন্ধ বাংলা সিরিয়াল ৷ টেলিভিশন জুড়ে সকাল থেকে বিকেল, সন্ধে থেকে রাত অবধি চলা একের পর সিরিয়ালে এবার ক্ষণিকের ইতি ৷ খবর অনুযায়ী, সোমবার বন্ধ থাকবে সিরিয়ালের সম্প্রচার ৷
এক নজরে কলাকুশলীদের দাবি–
প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন
বকেয়া বেতন দিয়ে দিতে হবে
শিল্পীরা সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করবেন
১০ ঘণ্টার বেশি কাজ করলে ঘণ্টাপ্রতি টাকা
৩০ জুন পর্যন্ত বকেয়া টাকা মেটাতে হবে
বাংলা বিনোদনের প্রত্যেকটি চ্যানেলেই আপাতত বন্ধ থাকছে সিরিয়াল ৷ তবে জানা গিয়েছে, টাইমস্লট জিইয়ে রাখতে বেশিরভাগ সিরিয়ালের পুরনো এপিসড রিপিট হিসেবে দেখানো হবে ৷
বকেয়া পারিশ্রমিকের দাবিতেই টানা তিন দিন ধরে টালিগঞ্জে বন্ধ রয়েছে বহু জনপ্রিয় মেগা সিরিয়ালের শ্যুটিং। রবিবার সমাধানের খোঁজে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকরা বৈঠকও করেন। কিন্তু তাতেও কোনও সিদ্ধান্ত হয়নি । আর যার জেরেই রবিবারেও বন্ধ রয়েছে মেগা সিরিয়ালের শ্যুটিং।
আর্টিস্ট ফোরামের অভিযোগ অনুযায়ী, বেশ কিছু মেগা সিরিয়ালের অভিনেতাদের পারিশ্রমিক বকেয়া পড়ে রয়েছে। সেগুলি না মেটানো পর্যন্ত শ্যুটিয়ে অংশ নেবেন না কোনও অভিনেতা-অভিনেত্রী।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা–অভিনেত্রীদের জানানো হয়েছে, নির্দিষ্ট কল টাইমে মেকআপ করে শ্যুটিং ফ্লোরে গেলেও সহ অভিনেতা অভিনেত্রীদের বকেয়া পারিশ্রমিক না মেটা পর্যন্ত তাঁরা শ্যুটিং করতে পারবেন না। রবিবার এই সমস্যার সমাধান খুঁজতে মুখোমুখি হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকরা। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। সেই সমাধানের খোঁজেই ফের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করবে প্রযোজকরা ৷ এমনকী, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আর্টিস্ট ফোরামের সকল সদস্যদের নিয়ে বৈঠকেও বসার কথা রয়েছে ৷
তবে এই ঘটনা প্রথম নয়, গত মাসেও বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যের প্রতিবাদের জেরে বন্ধ ছিল সিরিয়ালের শ্যুটিং ৷ তাঁদের অভিযোগ গভীর রাত পর্যন্ত শ্যুটিং চলে। কাজের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। কাজের সময় বেঁধে দিতে হবে। এরকম একগুচ্ছ দাবিতে কর্মবিরতি শুরু করেছে তারা। এই নিয়ে প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসবে শিল্পীদের সংগঠন।