ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) এখন পর্যন্ত ১২টি ম্যাচ শেষ হয়েছে। সর্বশেষ অর্থাৎ ১২তম ম্যাচে জ্যামাইকা তালোয়াশের বিপক্ষে মাঠে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচটিতে অধিনায়ক ব্রাভো-জুনিয়র ব্রাভো ও মিলারের অতিমানবীয় ইনিংসে ভর করে জয় পায় নাইট রাইডার্স। আর তাতে দ্বিতীয় স্থান হারায় রাসেলরা। অন্যদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীস্থানে উঠে ব্রাভোর দল।
চলুন দেখে আসি সিপিএলে ছয়টির দলের কার কোথায় অবস্থান-
পয়েন্ট টেবিলে র্শীষে শোয়েব মালিকের নেতৃত্বাধীন গায়না অ্যমাজন ওয়ারিয়াস। চার ম্যাচে তিন জয়ে তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা ছয়। এর পরের অবস্থানে ত্রিনবাগো নাইট রাইডার্স ও জ্যামাইকা তালোয়াশ। এই দুই দলের পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে সমান ৬ পয়েন্টে থাকলেও রেটিং পয়েন্টে এগিয়ে ব্রাভোর দল। তাই তৃতীয়স্থানে আছেন রাসেলের নেতৃত্বাধীন তালোয়াশ।
এরপর স্মিথদের বার্বাডোজের অবস্থান চারে। দুই ম্যাচে এক জয় বার্বাডোজের। মাহমুদুল্লাহর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অবস্থান পাঁচে। তারা নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জয় পেয়েছে। একেবারে তলানিতে সেন্ট লুসিয়া স্টার্রস। ৫ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে পোলার্ড নের্তৃত্বাধীন দলটি।