খুব কাছের আত্মীয়-স্বজনদের ডেকে গত শনিবার নিকের সঙ্গে বাগদান সেরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বোন পরিণীতি চোপড়া, সালমানের বোন অর্পিতা আর আলিয়া ভাট ছাড়া বলিউডের অন্য কাউকে দেখা যায়নি বাগদান অনুষ্ঠানে।
পরিচালকদের মধ্যে সঞ্জয় লীলা বানসালি, বিশাল ভরদ্বাজ আর করণ জোহরকে নিমন্ত্রণ করেছিলেন দেশি গার্ল। সঞ্জয়, বিশাল এলেও, করন জোহর কেবলই একটা ফুলের বোকে পাঠিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন।
তাতে কী? সোশ্যাল মিডিয়ায় তো সহকর্মীদের অভিনন্দনের বন্যা বয়ে গেছে। টুইটারেও বলিউড থেকে হলিউডের তারকারা পর্যন্ত প্রিয়াঙ্কা-নিককে অভিনন্দন জানিয়েছেন। এমনকি প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাতে ভোলেননি তার সাবেক প্রেমিক শহিদ কাপুরও।
কিছুদিন ধরেই ‘বাত্তি গুল মিটার চালু’-র প্রোমোশনে ব্যস্ত শহিদ। প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই শহিদ বললেন, অনেক অনেক অভিনন্দন প্রিয়াঙ্কা আর নিককে। বিয়ের মতো সুন্দর জিনিস এই দুনিয়ায় আর কিছু নেই। আমার বিয়ের পর তো আমি আরও ভাল করে বুঝেছি।
উল্লেখ্য, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শহিদ। মিশা নামের একটি মেয়েও আছে দু’জনের। একটা সময় বলিউডে কান পাতলেই শহিদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমকাহিনি শোনা যেত। গুটিকয়েক ছবিও করছেন দু’জনে। ‘থার্টি সিক্স চায়না টাউন’, ‘তেরি মেরি কাহানি’ আর ‘কমিনে’ এই তিনটে ছবিতে জুটি হিসেবেও সফল শহিদ আর প্রিয়ঙ্কা। ‘কফি উইথ করন’-এও এক সঙ্গেই এসেছিলেন তারা। তবে তাদের এই সম্পর্ক বেশি দিন টেকেনি।
শহিদ ছাড়াও প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, প্রীতি জিনতা, বিপাশা বসু, মাসাবা গুপ্তা এবং আরও অনেকেই।