‘ইনসাআল্লাহ এবারও আমার সহকর্মীদের নিয়ে কোরবানির ঈদ করবো। যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।’ কথাগুলো বলছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রতিবারের মতো এবারও চলচ্চিত্রের সহশিল্পীদের সঙ্গে ঈদ করবেন এ চিত্রনায়িকা।
প্রথমে শোনা গিয়েছিল, এবার দুটি গরু কোরবানি দিবেন পরীমনি। পরে জানা যায় কোরবানির জন্য তিনটি গরু কিনেছেন এ অভিনেত্রী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গরুগুলো কোরবানি করা হবে।
বর্তমানে এফডিসিতেই রাখা হয়েছে কোরবানির গরুগুলো। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন ঢাকাই সিনেমার এই সুন্দরী নায়িকা। রোববার দিবাগত রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে গরুগুলো কিনেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে পরীমনি আরো জানান, ঈদের দিন আমরা আনন্দ করব, আর যাদের সঙ্গে আমরা কাজ করি, তারা বাসায় মন খারাপ করে থাকবেন, তাই কি হয়! গত কয়েক বছর থেকে কোরবানির ঈদটা তাদের সঙ্গেই করি। এবারও আমার সহশিল্পী, মানে আমার পরিবারের মানুষজনের সঙ্গেই ঈদ করছি।’
উল্লেখ্য, একটা সময় সহশিল্পীদের খোঁজ খবর রাখতেন অনেকেই। কিন্তু এখন আর কেউ রাখেন না। সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পরীমনি। চলচ্চিত্রে তার সহশিল্পীদের জন্য বিএফডিসিতে ঈদের দিন গরু কোরবানি দেন। আর সেই মাংস সহশিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিতরণ করেন। কাজটি তিনি এবারও করেছেন।
জানা গেছে, এবার শিল্পী সমিতির পক্ষ থেকেও জায়েদ খানের সহযোগীতায় আরও তিনটি গরু কোরবানি করা হবে।